দেশি ব্র্যান্ডগুলোর বসন্ত-পোশাক

লেখক: Trishal4
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
সেইলরের এবারের বসন্তের ক্যাম্পেইনের শুটিং হয়েছে যশোরের গদখালীতে

ফুলের সঙ্গে বসন্তের গভীর প্রণয়ের সম্পর্ক। সেইলরের ২০২২ সালের বসন্ত কালেকশনে এবার তাই যশোরের গদখালীর ফুলের মাঠের দিগন্তজোড়া রঙিন ফুলকে উপস্থাপন করা হয়েছে। ‘ফুলের রাজ্যে সেইলর’ ক্যাম্পেইন বিষয়ে এই পোশাক ব্র্যান্ডের প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির বলেন, ‘দেশের ফুলের চাহিদার সিংহভাগ পূরণ করে গদখালী। মূলত শীতের শেষ থেকে বসন্তের শুরু পর্যন্ত যশোরের গদখালী অপরূপ সৌন্দর্যে সাজে। আমরা নেদারল্যান্ডসের কেউকেনহোফ, ফ্রান্সের প্রোভেন্স, ক্যালিফোর্নিয়ার কার্লসবাদের নাম জানি। একইভাবে, আমাদের গদখালী হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। তাই সেইলরের এবারের বসন্তের ক্যাম্পেইনের শুটিং হয়েছে যশোরের গদখালীতে। আমরা নিজেদের যা কিছু, সেটাকেই আন্তর্জাতিকভাবে তুলে ধরাতে বিশ্বাসী।

দিগন্তজোড়া ফুলগাছের এমন দৃশ্য গদখালী ছাড়া বাংলাদেশের অন্যত্র বিরল। একই স্থানে দেশি-বিদেশি এত রকমের ফুলের গাছ আর কোথাও দেখা যায় না। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকার মতো দেশির পাশাপাশি, গ্লাডিওলাস, জারবেরা, জিপসির মতো বিদেশি ফুলের গাছেরও দেখা মেলে গদখালীতে। সকাল ছয়টা থেকে আটটা—এই দুই ঘণ্টা গদখালী বাজারে বসে দেশের সবচেয়ে বড় ফুলের বাজার।

দিগন্তজোড়া ফুলগাছের এমন দৃশ্য গদখালী ছাড়া বাংলাদেশের অন্যত্র বিরল। একই স্থানে দেশি-বিদেশি এত রকমের ফুলের গাছ আর কোথাও দেখা যায় না। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকার মতো দেশির পাশাপাশি, গ্লাডিওলাস, জারবেরা, জিপসির মতো বিদেশি ফুলের গাছেরও দেখা মেলে গদখালীতে। সকাল ছয়টা থেকে আটটা—এই দুই ঘণ্টা গদখালী বাজারে বসে দেশের সবচেয়ে বড় ফুলের বাজার।

যশোরের গদখালিতে গোলাপ বাগানে সেইলরের মডেলরা
যশোরের গদখালিতে গোলাপ বাগানে সেইলরের মডেলরা 

ফুলচাষিরা সংগ্রহ করা ফুল গরুর গাড়ি, সাইকেল, ভ্যান ও মোটরসাইকেলে নিয়ে হাজির হন ফুল বাজারে। বাহারি ফুলের সমারোহে বর্ণিল রূপে সাজে গদখালীর রাস্তা ও বাজার। সারা দেশ থেকে ফুলের ব্যবসায়ীরা এই বাজার থেকে পাইকারি দামে ফুল সংগ্রহ করেন। তারপর দেশব্যাপী সবার কাছে পৌঁছে দেন ভালোবাসার এই স্মারক।

সেইলর এনেছে বেশ কিছু বসন্ত–পোশাক
সেইলর এনেছে বেশ কিছু বসন্ত–পোশাক