কোন ডিজাইনারের পোশাক পরে হাঁটলেন? কী ধরনের পোশাক ছিল?
স্পেনের ডিজাইনার অস্কার গনজালেসের পোশাক ছিল আমাদের কিউতে। পোশাকের থিম ছিল ভালোবাসা দিবস। লাল, সাদা আর কালো রং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল। আমি দুটি পোশাক পরেছি। একটা শীতকালের হুডি, আরেকটা ছিল গাউন।
ফ্যাশন উইকে অংশ নেওয়ার ব্যাপারে যোগাযোগ হলো কীভাবে?
ফ্যাশনের এই আয়োজনের নাম ‘প্লিৎজ নিউইয়র্ক সিটি ফ্যাশন উইক’। আয়োজক হলো প্লিৎজ, সাউন্ডপেস ইন্টারন্যাশনাল ও ফোর এএম টিভি ইউএসএ। আমি নিউইয়র্ক এসেছি শুনে আয়োজকদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তাঁরা জিজ্ঞেস করেছিলেন, ফ্যাশন শোতে অংশ নিতে চাই কি না। আমি রাজি শুনে ডিজাইনার অস্কারের দলে আমাকে দেওয়া হলো। এরপর শুরু হলো মহড়া।